প্রকাশঃ ২২ নভেম্বর, ২০২২ ০৪:০৬:০৮
| আপডেটঃ ০২ জানুয়ারী, ২০২৫ ০৯:২৭:৩৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে আলীকদম উপজেলায় মিনি ট্রাক (ডাম্পার) গাড়ির চাকায় পিষ্ট হয়ে ৪বছরের এক কন্যা শিশুর করুণ মৃত্যু হয়েছে।
সোমবার(২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের চারাবতলি এলাকার পূর্বপাশে আলীকদম চকরিয়া ফাঁসিয়াখালী সড়ক এর তারা বুনিয়ায় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু তৃষা মনি (৪), তারাবুনিয়া এলাকার মো.জাহেদ ইসলাম ও নার্গিস আক্তারের কন্যা।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সুত্রে জানা যায়,সকালে খাল থেকে বালু ভর্তি করে আলীকদমগামী একটি মিনি ট্রাক চারাবতলির পূর্বপাশে তারাবুনিয়া এলাকা অতিক্রম করার পথেই শিশুটিকে চাপা দেয়। এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির উদ্দীন সরকার জানান,ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করার জন্য আলীকদম থানার পুলিশের একটি টিম কাজ করছে, এই ঘটনায় একটি মামলা রুজুর কার্যক্রম চলমান রয়েছে।