রাঙামাটিতে ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

প্রকাশঃ ২১ নভেম্বর, ২০২২ ০৩:১৭:১৬ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ১১:৪৯:৪৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানের রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যেগে ২দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। সকালে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে শহরের হ্যাপীর মোড়  থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানাসহ বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক প্রাঙ্গনে বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক।  সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুইদিনব্যাপী এই মেলা চলবে আর কাল বিকেলে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ শেষে এই মেলার সমাপ্তি হবে।

 ২দিনব্যাপী এই মেলায় ৪৯টি স্টল নিয়ে জেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেছে। আর এই ডিজিটাল মেলার মাধ্যমে কৃষি,স্বাস্থ্য,যোগাযোগ,ভূমি এবং অন্যান্য জনবান্ধব গুরুত্বপূর্ণ সকল ডিজিটাল সেবা প্রদান করছে জনসাধারণকে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions