প্রকাশঃ ১৯ নভেম্বর, ২০২২ ০৩:২৩:১৯
| আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:০৩:২৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান দূর্যোগ প্রস্তুতি ও প্রতিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে বান্দরবানের বেসরকারী উন্নয়ন সংস্থা তহ্জিডং এর আয়োজনে স্থানীয় একটি হোটেলের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
তহ্জিডং এর প্রকল্প ব্যবস্থাপক ম্যামাসিং মারমা এর সভাপতিত্বে তহ্জিডং এর জেন্ডার ও ট্রেনিং অফিসার ইতি বিশ্বাস এর সার্বিক সহযোগিতায় এসময় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বান্দরবান সমাজ সেবা অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক মিল্টন মুহুরী,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো.ফরিদ আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ইউএনডিপি এর প্রতিনিধি এবং উপজেলা ফ্যাসিলিটেটর ও প্রকল্প ফোকাল পারর্সন পাইচিং মারমাসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক -শিক্ষীকা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, যেকোন সময়ই দূর্যোগ আসতে পারে আর তার জন্য আমাদের সকলের পূর্ব প্রস্তুতি থাকতে হবে। দুর্যোগ আসলে ভয় নয় সাহসের সাথে মোকাবেলা করা একজন সচেতন ব্যক্তির কর্তব্য। এসময় দূর্যোগ প্রস্তুতি ও প্রতিকার সম্পর্কে বিশদ ধারণা দেয় অতিথিরা।