রাঙামাটি রিপোর্টাস ইউনিটির নতুন সাধারন সম্পাদক চৌধুরী হারুনুর রশীদ

প্রকাশঃ ১৮ নভেম্বর, ২০২২ ০৭:২৩:৪৯ | আপডেটঃ ০২ ডিসেম্বর, ২০২৪ ১০:১৫:৫২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি রিপোটার্স ইউনিটির নতুন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন চৌধুরী হারুনুর রশীদ। রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা পাঠানো  এক প্রেসবিজ্ঞপ্তিকে একথা জানানো হয়। 

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ অক্টোবর ২০২২ খ্রিষ্টাব্দ তারিখ অনুষ্ঠিত উপ-নির্বাচনে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চৌধুরী হারুনুর রশিদ। সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান রাজন সংগঠন থেকে অব্যাহতি নেওয়ায় পদটি শূন্য হলে বর্তমান কমিটির অবশিষ্ট মেয়াদ (প্রায় ছয় মাস) পর্যন্ত পদটি পূরণের নিমিত্তে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির এ উপ-নির্বাচনে সাধারণ সম্পাদক পদ ছাড়াও সহ-সভাপতি হেফাজত-উল বারী সবুজ, যুগ্ম সম্পাদক মি. হিমেল চাকমা ও অর্থ সম্পাদক  এম কামাল উদ্দিন নতুন করে নির্বাচিত হয়েছেন।

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা জানান, কমিটির মেয়াদ শেষ হতে আরো ৬ মাস বাকি রয়েছে, ৬ মাস পর পুরো কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions