প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০২২ ০৬:২৮:২৮
| আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৫:৩৮:৫৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী স্টেকহোল্ডার এর সাথে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ও সক্রিয়তা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ই নভেম্বর) সকালে বান্দরবানের বেসরকারী উন্নয়ন সংস্থা তহজিংডং এর আয়োজনে ইউএনডিপি এর কারিগরী সহযোগিতায় জেলা সদরের একটি হোটেল এর কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো।
তহ্জিংডং এর প্রকল্প ব্যবস্থাপক ম্যামিসিং মারমা এর সভাপতিত্বে এসময় তহ্জিংডং এর মনিটরিং ও রির্পোটিং অফিসার অতনু দেওয়ান এর সঞ্চালনায় জেন্ডার ও ট্রেনিং অফিসার ইতি বিশ্বাস এর সার্বিক সহযোগিতায় এসময় রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়নকর্মী উবানু মার্মা।
এসময় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে সমাজ সেবা অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক মিল্টন মুহুরী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক সাইফুদ্দিন মো:হাছান আলী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ইউএনডিপি এর প্রতিনিধি এবং উপজেলা ফ্যাসিলিটেটর ও প্রকল্প ফোকাল পাইচিং মারমা উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পৌরসভার কাউন্সিলর ও সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্য প্রদানকালে তহ্জিংডং এর প্রকল্প ব্যবস্থাপক ম্যামিসিং মারমা বলেন,তহ্জিংডং একটি স্থানীয় সহযোগীমূলক বেসরকারী এবং আর্থ সামাজিক উন্নয়নমূলক সংস্থা। এ সংস্থাটি বিগত ১৫ই ডিসেম্বর ১৯৯৯ সালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বান্দরবান জেলায় আত্নপ্রকাশ লাভ করে এবং ২২ফেব্রুয়ারী ২০০১ সালে সমাজসেবা অধিদপ্তরের কর্তৃক সংস্থাটি অনুমোদন লাভ করে। পাহাড়ি ভূ-প্রকৃতি এবং ১১টি ভিন্ন নৃ-গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে আলাদা পরিচয়ে পরিচিত করে তুলেছে। এ জনপদের অধিকাংশ জায়গা পাহাড়ি দূর্গম, জনবিছিন্ন এবং গ্রামগুলো ছড়িয়ে ছিটিয়ে। এই জেলার অধিকাংশ নৃগোষ্ঠী উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত।
ভাষার ভিন্নতা, নিরক্ষরতা,দূর্গম ভূ-প্রকৃতি, যোগাযোগের অভাব আদিম ধারার জীবিকা নির্বাহ,আর্থ-সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তার ফলে এই অঞ্চল উন্নয়নের মূল স্রোতধারা থেকে অনেকটাই পিছিয়ে, তাই এই পিছিয়ে পরা জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে তহ্জিংডং সহায়ক ভ‚মিকা পালন করে যাচ্ছে।