সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)। "মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার" -প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদুর ৫নং ভাসান্যদম ইউপিতে লংগদু থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকাল ৫ টায় ভাসান্যদম ইউনিয়ন পরিষদ কার্যলয়ে প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল উদ্দীন।
ওসি ইকবাল উদ্দীন বলেন, "সমাজে মদ, জুয়া, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, ইভটিজিং, যৌতুক প্রথা, কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের সহযোগিতা থাকলে এসকল অপরাধ দমন করা সম্ভব। আমরা সকল প্রকার অপরাধ দমনের লক্ষে বিভিন্ন স্থানে বিট পুলিশিং সভা করে যাচ্ছি। যেকোনো অপরাধের বিষয়ে পুলিশকে জানালে পুলিশ অপরাধ দমনে কাজ করবে।" তিনি আরো বলেন, সকলের ভালোবাসা ও সহমর্মিতা থাকলে লংগদু উপজেলা হবে মাদক ও অপরাধ মুক্ত।
বিট পুলিশিং সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাসান্যদম ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক ইসমাইল পিসি।
এসময় থানার এস.আই মোঃ আব্দুল খালেক, মোঃ আরকানুল ইসলাম, শফিকুল ইসলাম এবং এ.এস.আই রিটন দে, ইউপি সদস্য, রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।