প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২২ ০৭:০০:৩৫
| আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ০২:১৬:৪৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি-বেসরকারি সকল সেবা পৌঁছে দেওয়ার এক যুগ উদযাপন করছে বান্দরবান জেলা প্রশাসন।
সোমবার (১৪ নভেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের প্রাঙ্গনে বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ডিজিটাল সেন্টারের একযুগ পূর্তি উদযাপন এর শুভ সূচনা করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.লুৎফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.শেখ ছাদেক,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর প্রোগ্রামার ছুরুত আলম আকাশসহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠান এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণে জনগণের দোরগোড়ায় সহজে, দ্রæত ও স্বল্প ব্যয়ে সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১০সালের ১১নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৪৫০১টি ইউনিয়নে একযোগে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করেন যা বর্তমানে ইউনিয়ন ডিজিটাল সেন্টার নামে সুপরিচিত।
ইউনিয়ন পর্যায়ে নাগরিকদের জীবনমান পরিবর্তনে ইতিবাচক অবদানের ধারাবাহিকতায় ২০১৩সালে দেশের ৩২৮টি পৌরসভায় পৌর ডিজিটাল সেন্টার এবং ১১টি সিটি কর্পোরেশনের ৪৬৫টি ওয়ার্ডে নগর ডিজিটাল সেন্টার,২০১৮ সালে বিশেষ জনগোষ্ঠীর চাহিদার আলোকে ৬টি স্পেশালাইজড ডিজিটাল সেন্টার এবং সৌদি আরবে ১৫টি এক্সপাট্রিয়েট ডিজিটাল সেন্টার চালু করা হয়েছে। সভায় বক্তারা আরো বলেন, বর্তমানে দেশব্যাপী ৮২৯৭টি ডিজিটাল সেন্টারে কর্মরত ১৬হাজার ৮৭জন উদ্যোক্তা ব্যাংকিং এবং ই-কমার্স সেবাসহ ৩২০এর অধিক সরকারি-বেসরকারি সেবা প্রদান করছে।