জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দাতা রাষ্ট্রগুলোর সহযোগিতা চায় জেলা পরিষদ

প্রকাশঃ ১৪ নভেম্বর, ২০২২ ০৫:৫৩:৫৪ | আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৯:০৫:০১

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি পার্বত্য জেলায় জাতিসংঘের বিভিন্ন দাতাসংস্থার অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল টায় জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে ঘন্টাব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 

জাতিসংঘের বিভিন্ন সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত, হাই কমিশনার ডেলিগেট মেম্বারদের সমন্বয়ে সফরকারী দলের নেতৃত্ব দিচ্ছেন ইউএনডিপির রেসিডেন্ট কো-অর্ডিনেটর Ms. Gwyn Lewis. 

 

মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় সরকার বেসরকারি দাতা গোষ্ঠীর অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অবস্থা সম্পর্কে জাতিসংঘের প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। 

 

সময় দক্ষ জনশক্তি তৈরী কৃষি খাতে জাতিসংঘের সহাযোগিতা চেয়ে তিনি বলেন, চট্টগ্রামের মীরেরসরাইয়ে ইকোনমিক জোন পুরোদমে চালু হলে সেখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। দক্ষ প্রযুক্তি নির্ভর তরুণ কর্মী তৈরীতে সরকারের সহযোগিতায় জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। দক্ষতা উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা এবং পার্বত্য চট্টগ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইউএন সদস্যভুক্ত রাষ্ট্র দাতাগোষ্ঠীর সহযোগিতা দরকার। স্থানীয় অধিবাসীদের আর্তসামাজিক জীবনমান উন্নয়নে কৃষি নির্ভর প্রকল্পে ইউএনডিপিসহ সকল দাতাসংস্থার হস্তক্ষেপ চাওয়া হয়। 

 

সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন 

 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions