মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২২ ০৯:৪৯:১৫ | আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:২৫:১৭

সিএইচটি টুডে ডট কম,  বান্দরবান বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক শপথ গ্রহণ অনুষ্টিত হয়েছে  শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায়  বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে   বান্দরবান হিলভিউ কনভেশন সেন্টার এর হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর নবনির্বাচিত কার্যকরী কমিটির  শপথ বাক্য পাঠ করান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি


বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো: জাফর ইকবাল এর সভাপত্বিতে অনুষ্টানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লাজেল প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. লুফুর রহমান,পুলিশ সুপার  মো. তারিকুল ইসলাম,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,বান্দরবান শ্রমিক সমন্ধয় পরিষদের সভাপতি মো. আব্দুল কুদ্দুছ,বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মো.কামালসহ প্রমুখ উপস্থিত ছিলেন


 অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সদস্যরা খুবই ভালো এই সংগঠন শুরু থেকেই এখনো শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে মন্ত্রী আরো বলেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই সরকার ক্ষমতায় থাকাকালীন সাধারণ মানুষের উপকার করে যাচ্ছে এবং আগামীতে এই ধারা অব্যাহত থাকবে


এসময় মন্ত্রী সকল চালকদের ট্রাফিক আইন মেনে  সড়কে চলাচল করার আহবান জানান এবং সকলের যানবাহন ফিট রাখা বান্দরবানে বেড়াতে আসা দেশী বিদেশী পর্যটকদের সর্বোত্তম সেবা প্রদানের আহবান জানান

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions