সরকারি হাইস্কুল চ্যাম্পিয়ন, এপিবিএন হাইস্কুল রানার্স-আপ

প্রকাশঃ ১২ নভেম্বর, ২০২২ ০৬:১৩:২৯ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১:১৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা-২০২২’-এর শেষ আসরটি জমেছিলো খাগড়াছড়িতে। শুক্রবার স্নিগ্ধ সকালে খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক লাগোয়া ‘খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়’র সম্মেলন কক্ষে ৮টি স্কুলের অংশগ্রহণে দিনব্যাপী এই তর্কযুদ্ধে চ্যাম্পিয়ন হবার যোগ্যতা অর্জন করে, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়।

ফাইনাল রাউন্ডে ‘প্রচলিত শিক্ষা ব্যবস্থা বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে ব্যর্থ হয়েছে’ এই প্রতিপাদ্যে যুক্তির লড়াইয়ে পক্ষদল খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন ক্ষুদে বিতার্কিক মাসিংউ মারমা, এসাইনু মারমা ও তাজমিম সুলতানা’র বক্তব্যে পুরো হলরুমে করতালিতে মুখর হয়ে উঠে। অল্প নম্বরের ব্যবধানে বিপক্ষ দলের হয়ে রানার্স-আপ নির্বাচিত হয়, এপিবিএন হাইস্কুলের বিতার্কিক আফসানা আক্তার, এ্যামি চাকমা ও জয়রিয়া আক্তার। এপিবিএন হাইস্কুলের জয়রিয়া আক্তার একই সাথে শ্রেষ্ট বক্তাও নির্বাচিত হয়।

জমজমাট সাতটি বিতর্কের পর ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মো: শানে আলম।

খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রæ মারমা’র সভাপতিত্বে এবং সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী’র সঞ্চালনায় সম্পন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙা গোমতী বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

খাগড়াছড়ি কে. আই. হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুদ্দিন আনসারী মিঠু’র পরিচালনায় দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় বিচারিক দায়িত্ব পালন করেন ননিকা চাকমা ও লাকী চাকমা।

অংশগ্রহণকারী স্কুলসমূহ হলো পানখাইয়াপাড়া উচ্চ বিদ্যালয়, পেরাছড়া উচ্চ বিদ্যালয়, টিউফা আইডিয়াল স্কুল, এপিবিএন উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, কে. আই. উচ্চ বিদ্যালয় ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions