হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষা আগামী ১৮ নভেম্বর

প্রকাশঃ ১২ নভেম্বর, ২০২২ ০৬:১১:৫৫ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:১৮:০৮
সিএইচটি টুডে ডট কম,  বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলার ইউনিয়ন পরিষদ সমূহের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষা আগামী ১৮নভেম্বরে অনুষ্ঠিত হবে।

বান্দরবান জেলা প্রশাসনের সুত্রে জানা যায়, জেলাধীন ইউনিয়ন পরিষদসমূহে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের লক্ষ্যে আগামী ১৮নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসকল প্রার্থী  নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তপূরণ করেছেন সেসকল প্রার্থীর অনুক‚লে ইতোমধ্যে সরকারি  ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হয়েছে। সুত্রে আরো জানা যায়, বান্দরবান পার্বত্য জেলার ৩৪টি ইউনিয়ন পরিষদে বর্তমানে ৩জন ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর কর্মরত রয়েছে আর শুন্যপদ রয়েছে ৩১টি। বরাবরের মতো এবারোও জেলা প্রশাসন কর্তৃক স্বচ্ছতা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্যপ্রার্থী নিয়োগ প্রদানে সকল কার্যক্রম অব্যাহত রয়েছে।

বান্দরবান জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. লুৎফুর রহমান জানান, নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক কোনো যোগ্য প্রার্থীর  ঠিকানায়  আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রবেশপত্র না পৌঁছালে সেক্ষেত্রে ১৬ ও ১৭ নভেম্বর বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় যোগাযোগ করে প্রার্থী প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।

তিনি আরো বলেন, চাকরি পাইয়ে দেওয়ার নামে কোন দালাল কোন প্রার্থীর নিকট অর্থ দাবি করলে জেলা প্রশাসনকে অবহিত করলে জেলা প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। বান্দরবান জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো.লুৎফুর রহমান আরো জানান, এই নিয়োগের মাধ্যমে একদিকে যেমন সরকারি কাজে গতিশীলতা আসবে তেমনি সাধারণ মানুষ খুব দ্রæত সেবা পাবে এবং অপরদিকে এ জেলার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions