প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২২ ০৯:৪৪:৫৮
| আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:২৮:২৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। শব্দদূষণ নিয়ন্ত্রণে বান্দরবানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ই নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা সদরের মেঘলা পর্যটনকেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা কালে অতিমাত্রায় শব্দদূষণে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে ৬টি যানবাহনকে ৬হাজার ৫০০ টাকা জরিমানা সহ ব্যবহৃত হাইড্রোলিক হর্ণ জব্দ করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতে এসময় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম শাহ নেওয়াজ মেহেদী। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:সাজ্জাদ জাহীদ রাতুল,পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের পরিদর্শক মো:আবদুছ ছালাম এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনার বিষয়ে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক ফখর উদ্দিন চৌধুরী জানান,যানবাহনে অতিমাত্রায় হাইড্রোলিক হর্ণ ব্যবহারের কারনে সাধারন পথচারী থেকে শুরু করে স্কুল,কলেজ,ও হাসপাতাল এবং বাসস্থানে অবস্থানরত মুমূর্ষু রোগিদের বেশ অসুবিধায় পড়তে হয়, এতে শ্রবন শক্তির ক্ষতি হয় বেশি।
তিনি আরো জানান, অতিমাত্রায় শব্দদূষণ মানুষের হৃদযন্ত্রের উপর প্রভাব ফেলে শারীরিক ক্ষতি করে,আর তাই পরিবেশের সুরক্ষায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে এবং আগামীতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।