শনিবার প্রয়াত ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমা’র নাগরিক স্মরণসভা

প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২২ ০৭:৩৩:৪৩ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৭:৩০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। আগামী শনিবার (১২ নভেম্বর) খাগড়াছড়িতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র প্রতিষ্ঠাতা ভাইস- চ্যান্সেলর (ভিসি) প্রয়াত ড. প্রদানেন্দু বিকাশ চাকমা’র স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট (নৃসাই) হলে দুপুর ২টায় আয়োজিত এই স্মরণ সভাকে সফল করতে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা এবং খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. সুধীন কুমার চাকমাকে আহŸায়ক করে ২৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।এরিমধ্যে স্মরণ সভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, কমিটির অন্যতম সদস্য ও সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা চম্পানন চাকমা।

স্মরণ সভার কর্মসূচির মধ্যে রয়েছে যথাক্রমে বিকেল ২টায় অংশগ্রহণকারীদের নিবন্ধন, ২টা ৩০ মিনিটে অভ্যর্থনা ও অতিথিদের আসন গ্রহণ, পৌণে তিনটায় এক মিনিট নীরবতা পালন, ২টা ৫০ মিনিটে স্বাগত ভাষণ, ২টা ৫৫ মিনিটে প্রয়াত ড. প্রদানেন্দু বিকাশ চাকমা’র জীবন ও কম-কীর্র্তি সম্পর্কে তথ্য উপস্থাপন, ৩টা ১০ মিনিটে শোক সংগীক পরিবেশনা, ৩টা ৫০ মিনিটে শোকগাঁথা পাঠ, বিকেল ৪টায় প্রয়াতের সম্পর্কে সুহৃদ-স্বজনের স্মৃতি তর্পণ, সাড়ে ৪টায় বিশিষ্ঠজনদের বক্তব্য, ৪টা ৫০ মিনিটে সভাপতির ভাষণ এবং বিকেল ৫টায় আপ্যায়ন ও অনুষ্ঠান সমাপনী।

প্রয়াত ড. প্রদানেন্দু বিকাশ চাকমা’র নাগরিক শোকসভা আয়োজন কমিটির আহŸায়ক ড. সুধীন কুমার চাকমা এই অনুষ্ঠানকে সফল করতে সর্বস্তরের মানুষের সক্রিয় ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, প্রয়াত ড. প্রদানেন্দু বিকাশ চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় অধ্যাপনা শেষে জাতিসংঘে উন্নয়ন বিশেষজ্ঞ হিশেবে কাজ করেছেন। এরপর তিনি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ ভাইস- চ্যান্সেলর পদে দুই মেয়াদে দায়িত্ব পারণ করেন। তিনি ১৯৫২ সালের ১ জানুয়ারি খাগড়াছড়ি শহরের খবংপয্যা গ্রামের সম্ভ্রান্ত চাকমা পরিবারে জন্মগ্রহণ করেন। চলতি বছরের ১৭ আগস্ট বার্ধক্যজনিত কারণে খাগড়াছড়িস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions