প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২২ ০৭:৩১:০৬
| আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৬:০৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটি উদ্যোগে সারোয়াতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিজক খাগড়াছড়িতে মানবেন্দ্র নারায়ন লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এসময় সকাল ৯টায় সময়ে এমএন লারমার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : ডাঃ সুমতি বিকাশ চাকমা,সহ-সভাপতি-পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা কমিটি। সভাপতিত্ব করেন. প্রভাত কুমার চাকমা, আহবায়ক -পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, বাঘাইছড়ি থানা কমিটি।
শোকবার্তা পাঠ করেন, সান্তনা চাকমা (সাবেক হিল উমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সদস্য) ও উদ্দীপন চাকমা, সাংগঠনিক সম্পাদক,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, বাঘাইছড়ি থানা শাখা।
স্বাগত বক্তব্য দেন-নয়ন জ্যোতি চাকমা, সদস্য সচিব পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, বাঘাইছড়ি থানা কমিটি। বক্তব্য রাখেন উদ্দীপন চাকমা, সাংগঠনিক সম্পাদক,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, বাঘাইছড়ি থানা শাখা। ধন বিকাশ চাকমা -সহ সভাপতি-পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, বাঘাইছড়ি শাখা।
সারোয়াতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য অমূল্য রতন চাকমা, জেএসএস বাঘাইছড়ি থানার সদস্য ত্রিদিব চাকমা(দীপ বাবু) এবং পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি লক্ষী মালা চাকমা।
এছাড়া বাঘাইছড়ি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে পালন করা হয় সাজেক ইউনিয়নের তালছড়া, বাঘাইছড়ি ইউনিয়নে নিউ লাল্যঘোনা ও বাঘাইছড়ি স্পোর্টিং ক্লাব শিজক দোজর বাজার এলাকায়। ।