সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ভূমিকা গুরুত্বপূর্ণ

প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২২ ০৭:২৪:৫০ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ১১:২০:০৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগেই ‘বিএনপি-জামাত’রা নানা ষড়যন্ত্র শুরু করে। দেশের নানা জায়গায় নৈরাজ্য সৃষ্টির জন্য ওঁৎ পেতে থাকে। এবারও জাতীয় সংসদ নির্বাচনের বেশ আগে থেকেই উদ্দেশ্যমূলক অপ-তৎপরতা শুরু করেছে। তাই সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এখন থেকেই সজাগ থাকতে হবে। প্রস্তুতি নিতে হবে মোকাবিলার। এইজন্য আগামী নির্বাচনেও বীর মুক্তিযোদ্ধার সন্তান ও স্বজনদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

তিনি বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়িস্থ সরকারি বাসভবনে ‘মুক্তিযুদ্ধের সন্তান কমান্ড’-খাগড়াছড়ি জেলা শাখার নতুন নেতৃত্বের সাথে মতবিনিময়কালের এসব কথা বলেন।

এসময় নতুন কমিটির সভাপতি নরোত্তম দাশ বৈষ্ণব, সহ-সভাপতি অংপ্রæ মারমা ও কামরুল হাসান, সা. সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions