সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির সবচেয়ে বেশি মামলা সংক্রান্ত উপজেলা লংগদুতে বিরোধ নিস্পত্তিতে জনপ্রিয়তা পেয়েছে জেলা লিগ্যাল এইড অফিস।
উপজেলার বিচারপ্রার্থীদের আইন সহায়তা নিশ্চিত করতে মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বগাচত্বর, গুলশাখালী, মাইনীমুখ, আটারকছড়া এবং লংগদু ইউনিয়নে লিগ্যাল এইড অফিস কর্তৃক নালিশী জমিতে ৬টি মীমাংসা বৈঠক এবং ৪টি ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, লিগ্যাল এইড কমিটির সদস্যগণ, স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ জনগণের সমস্যা সরাসরি শুনে পরামর্শ দেন এবং আপস মীমাংসার লক্ষ্যে নালিশী জমিতে মীমাংসা বৈঠক করেন। এছাড়া একই দিনে বেলা ১১টার দিকে লংগদু উপজেলার সকল ইমাম, খতীবদের সঙ্গে মতবিনিময় সভা করে জেলা লিগ্যাল এইড অফিস।