রাঙামাটির ৮০জন ক্রীড়াসেবী ও ক্রীড়াবিদ পাচ্ছেন করোনাকালীন বিশেষ অনুদান

প্রকাশঃ ০৮ নভেম্বর, ২০২২ ০৮:৫৭:৩৭ | আপডেটঃ ০৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:৫৪:৫৮

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ২০২১-২০২২ অর্থ বছরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে রাঙামাটির ৮০জন ক্রীড়াসেবী ও ক্রীড়াবিদ পাচ্ছেন করোনাকালীন বিশেষ অনুদান । আগামীকাল মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। রাঙামাটি জেলা প্রশাসক কাযালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠিত হবে। জনপ্রতি ৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হবে।   

 

যারা অনুদান পাচ্ছেন তারা হলেন-

 

রাঙামাটি সদর:

 

 

) রোবেল ত্রিপুরা, পিতা- ধঙ্গ লাল ত্রিপুরা, গ্রাম- মধ্য আদান, পোষ্টঃ রাঙ্গামাটি ) মোঃ রমজান আলী, পিতা- ফজলুর রহমান, গ্রাম- চেঙ্গীমুখ, রিজার্ভ বাজার ) আহম্মেদ হুমায়ুন কবীর, পিতা- আলী আহম্মেদ, গ্রাম- ওয়াপদা কলোনী ) মোঃ তোহিদুল আলম মামুন, পিতা- শামশুল আলম, গ্রাম- ঝগড়া বিল ) আশিষ কুমার চাকমা , পিতা: বিপিনি চন্দ্র চাকমা, গ্রাম- ত্রিদিব নগর পশ্চিম ) মোঃ আবু তৈয়ব, পিতা- নজির আহম্মদ, গ্রাম- কাঠালতলী পাড়া, পোষ্টঃ রাঙ্গামাটি, সদর ) মনোজ কুমার ত্রিপুরা, স্বামী- মৃত দয়ারাম ত্রিপুরা, গ্রাম- মাঝের বস্তি ) ঝিনুক ত্রিপুরা, পিতা মহেন্দ্র লাল ত্রিপুরা, গ্রাম- উত্তর গর্জনতলী ) আবুল বাশার চৌধুরী, পিতা- আব্দুল করিম চৌধুরী, গ্রাম- শাহ উচ্চ বিদ্যালয় এলাকা  ১০) ইফতেখার জামাল হোসেন, পিতা- দেলোয়ার হোসেন, গ্রাম- শহীদ শুরুর সড়ক, তবলছড়ি ১১) পথিকৃৎ রায়, পিতা- অবন্তি কুমার রায়, গ্রাম- সদর হাসপাতাল এলাকা ১২) বেনু দত্ত, পিতা- চিত্ত রঞ্জন দত্ত, গ্রাম- সদর হাসপাতাল এলাকা ১৩) আহম্মদ ফজলুর রশিদ, পিতা- এম আবদুর রশিদ, গ্রাম- ১০৪ নং বাগড়াবিল ১৪) হৃদয় রঞ্জন চাকমা, পিতা- রাজেশ্বর চাকমা, পোষ্টঃ রাঙ্গামাটি ১৫) মোঃ মামুন, পিতা- আব্দুল মতিন, গ্রাম- স্টেডিয়াম এলাকা ১৬) মৃনাল ত্রিপুরা, পিতা- হরচন্দ্র ত্রিপুরা, গ্রাম- দেবাশীষ নগর ১৭) চাঁদ ত্রিপুরা, পিতা- রমেশ ত্রিপুরা, গ্রাম- শাহ উচ্চ বিদ্যালয় সড়ক মাঝের বস্তি ১৮) সুকান্ত দাশ, পিতা- রায়মোহন দাশ, গ্রাম- পাথর ঘাটা, রিজার্ব বাজার ১৯) সুজন ত্রিপুরা,পিতা- মৃত সমীর ত্রিপুরা, গ্রাম- মাঝের বস্তি ২০) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, পিতা- হাজী মোঃ আবুল হোসেন, গ্রাম- আর্ট কাউন্সিল কলোনী ২১) বিমল ত্রিপুরা, পিতা- ধনঞ্জয় ত্রিপুরা, গ্রাম- দক্ষিণ গর্জনতলী ২২) মিন্টু চাকমা,পিতা- অমর চাকমা, গ্রাম- ভেদভেদী পাড়া ২৩) রনবীর চাকমা, পিতা-সমৃদ্ধ চাকমা, গ্রাম- কাটাছড়ি ২৪) মোঃ রিয়াজ, পিতা- মোঃ মোকশেদ মিয়া, গ্রাম- ২নং পাথর ঘাটা ২৫) বিজয় শান্তি চাকমা, পিতা- অঞ্জন কুমার চাকমা, গ্রাম- কলাবনিয়া, পোষ্টঃ রাঙ্গামাটি সদর ২৬) প্রনয় চাকমা, পিতা- রাজকুমার চাকমা, গ্রাম- যোগেন্দা দেওয়ান পাড়া ২৭) কমল ত্রিপুরা বাপ্পি, পিতা- মৃত বীরু বাহ ত্রিপুরা, গ্রাম- ২নং পাথর ঘাটা ২৮) লক্ষী মনি চাকমা, পিতা- অঙ্গ চাকমা, গ্রাম- রাঙ্গাপানি ২৯) অমর বড়ুয়া, পিতা- চিত্ররঞ্জন বড়ুয়া, গ্রাম- বড়ুয়া পাড়া, পোষ্টঃ রাঙ্গামাটি, সদর ৩০) মোঃ হানিফ, পিতা- তাজুল ইসলাম, গ্রাম- মাস্টার কলোনী ৩১) কণ্টন চাকমা, পিতা- বিশ্ব কর্মা চাকমা, গ্রাম- হেগেইয়াছড়ি, পোষ্টঃ রাঙ্গামাটি সদর ৩২) মোঃ রবিউল আউয়াল, পিতা- মোঃ রফিক, গ্রাম- এডিসি কলোনী ৩৩) মোঃ সায়েদুর রহমান রানা, পিতা-আহাম্মদ আলী, গ্রাম- সদর হাসপাতাল এলাকা ৩৪) মিঠুন চাকমা, পিতা- প্রদীপ চন্দ্র চাকমা, গ্রাম- পূর্ব ট্রাইবেল আদাম ৩৫) মোঃ শফিকুল ইসলাম, পিতা- মোঃ সিরাজুল ইসলাম, গ্রাম- পুরানবন্তী ৩৬) কনৌজ চাকমা, পিতা- রঞ্জিত কুমার চাকমা, গ্রাম- হাসপাতাল এলাকা ৩৭) নয়ন রায়, পিতা- মৃত, মলয় রায়, গ্রাম- কালিন্দীপুর ৩৮) মোঃ হাবিবুর রহমান, পিতা- মোঃ জানিফুর রহমান, গ্রাম- এডিসি কলোনী ৩৯) রাজীব দাশ, পিতা- যোগেশ দাশ, গ্রাম- এডিসি কলোনী ৪০) বিপু বড়ুয়া, পিতা- স্বপন বড়ুয়া, গ্রাম- বড়ুয়া পাড়া, পোষ্টঃ রাঙ্গামাটি সদর ৪১) মোবারক হোসেন লিমন, পিতা- মোঃ নুরুল আলম, গ্রাম- ওমদা মিয়া হিল ৪২) জুয়েল দাশ, পিতা-অনিল দাশ, গ্রাম- দক্ষিণ কালিন্দীপুর ৪৩) মোঃ তারেক, পিতা- সিরাজুল ইসলাম, গ্রাম- মাতৃমঙ্গল এলাকা ৪৪) ভাস্কর খীসা, পিতা- প্রণতি রঞ্জন বাসা, গ্রাম- রাজবাড়ী সড়ক ৪৫) আবুল কালাম আজাদ, পিতা- মোঃ খোরশেদ আলম মীর, গ্রাম- হাসপাতাল এলাকা ৪৬) আমিনুল ইসলাম, পিতা- মোঃ আক্কাস মিয়া, গ্রাম- ২নং পাথর ঘাটা ৪৭) মোঃ রাসেদুল ইসলাম, পিতা- কবির আহমদ, গ্রাম- কাঠালতলী ৪৮) ইয়াছমিন আক্তার, পিতা- মোহাম্মদ আলী, গ্রাম পুরাতন হাসপাতাল রাঙ্গাপানি ৪৯) তাসলিমা আক্তার, পিতা- তাজুল ইসলাম, গ্রাম- যৌপাপাড়া, পোষ্টঃ রাঙ্গামাটি সদর ৫০) সৈয়দ ইসমাইল হোসেন, পিতা- মৃত হাজী সৈয়দ আবুল হোসেন, গ্রাম- সদর হাসপাতাল রোড ৫১) প্রমেশ দেওয়ান, পিতা- মৃতঃ ত্রিরতন দেওয়ান, গ্রাম- কল্যাণপুর ৫২) মোঃ ফয়সাল খাঁন, পিতা- মোঃ হানিফ খাঁন, গ্রাম- কাঠালতলী ৫৩) প্রজ্ঞা ধন চাকমা, পিতা- প্রতাপ চাকমা, গ্রাম- সদর হাসপাতাল এলাকা ৫৪) মোঃ হারুন উর রশিদ, পিতা-মৃত মোঃ হযরত আলী, গ্রাম- সদর হাসপাতাল এলাকা ৫৫) অমিত কান্তি দে, পিতা- তপন কান্তি দে, গ্রাম-কে কে রায় সড়ক জিমনেসিয়াম এলাকা ৫৬) সুদর্শন বিকাশ চাকমা, পিতা/স্বামী- রিগার্ড চাকমা, গ্রাম- উত্তর বিহারপুর ৫৭) পুষ্কর খীসা, পিতা- প্রনতি রঞ্জন খীসা, গ্রাম- রাজবাড়ী সড়ক ৫৮) রিনা রাণী দাশ, পিতা/স্বামী- রাখাল কৃষ্ণ দাশ, গ্রাম- স্বর্ণটিলা, তবলছড়ি ৫৯) তিশা চাকমা, পিতা/স্বামী- রবিচন্দ্র চাকমা, গ্রাম- ফেমাছড়া, পোষ্টঃ বালুখালী ইউপি ৬০) সুইটি চাকমা, পিতা/স্বামী- মিকির চাকমা, গ্রাম- ভেদভেদী

 

কাপ্তাই উপজেলা:

 

) কাজী মাকছুদুর রহমান (বাবুল), পিতা- মৃত কাজী খলিলুর রহমান, গ্রাম- লগগেইট, রাঙ্গামাটি। ) জনি মারমা, পিতা- মৃত লারে মারমা, গ্রাম- মিশন থিয়াং পাড়া, পোষ্টঃ চন্দ্রঘোনা। ) জব্বার খান, পিতা- মোহাম্মদ খান, গ্রাম- ব্রিক ফিল্ড, পোষ্টঃ চন্দ্রঘোনা। ) মংশিলা মারমা, পিতা- মৃত থয়সাউ মারমা, গ্রাম- মিশন খিয়াং পাড়া, পোষ্টঃ চন্দ্রঘোনা।

 

বিলাইছড়ি উপজেলা:

 ) নিকশন চাকমা, স্বামী - মহন লাল চাকমা, গ্রাম- দীঘলছড়ি, পোষ্টঃ বিলাইছড়ি, বিলাইছড়ি। ) সমর জয় তঞ্চঙ্গ্যা, পিতা-পুন্য মন শুরু, গ্রাম- পোছড়ি পাড়া, বিলাইছড়ি। ) টমাস চাকমা, পিতা-রিপন চাকমা, গ্রাম- পরিখোলা মইন, পোষ্টঃ বিলাইছড়ি, বিলাইছড়ি।

 

কাউখালি উপজেলা:

 

 ) সুইংলা মং মারমা, পিতা- কংহলাপ্রু মার্মা, গ্রাম- উক্যজাই পাড়া, পোষ্টঃ কলমপতি, কাউখালী। ) থুইমং চৌধুরী, পিতা- কংসাইঅং চৌধুরী, গ্রাম- হেডম্যান পাড়া, পোষ্টঃ কলমপতি, কাউখালী। ) দেলোয়ার হোসেন, পিতা- মোজম্মেল হক, গ্রাম- পোয়া পাড়া আদর্শ গ্রাম, পোঃ কলমপতি, কাউখালী। ) শিল্পা চাকমা, পিতা/স্বামী শান্তি মনি চাকমা, গ্রাম- স্কুল ছড়া, পোষ্ট: খাগড়া, কাউখালী। ) মালনী চাকমা, পিতা/স্বামী- শরৎ চন্দ্র চাকমা, গ্রাম- স্কুল ছড়া, পোষ্ট: খাগড়া, কাউখালী। ) শিবলীকা তালুকদার, পিতা/স্বামী- আন রঞ্জন তালুকদার, গ্রাম- পুরাছড়িপাড়া, পোষ্টঃ খাগড়া।

 

রাজস্থলী উপজেলা: ) ক্যসিংমং মারমা, পিতা- উচিংপ্রু মারমা, গ্রাম- কুরুমছড়া পাড়া, পোষ্টঃ রাজস্থলি, রাজস্থলি। ) বাসিংমং মারমা, পিতা- অংসুইপ্রু মারমা, গ্রাম- বিহার পাড়া, রাজস্থলি।

 

বাঘাইছড়ি উপজেলা:

 

) বিনোদ বরণ চাকমা, পিতা- লক্ষীধন চাকমা, গ্রাম- লংকর নতুন, পোষ্টঃ মারিশ্যা, বাঘাইছড়ি।

 

লংগদু উপজেলা:

 

) সুবল চাকমা, পিতা- তরুনী সেন চাকমা, গ্রাম- রাঙ্গাপানি ছড়া, পোষ্টঃ লঙ্গছ, লংগদু।

 

জুরাছড়ি উপজেলা:

 

) বিনু চাকমা, পিতা/স্বামী- বিদর্শন চাকমা, গ্রাম- মধ্যবালুমানী, পোষ্টঃ জুরাছড়ি। ) মনিকা চাকমা, পিতা/স্বামী- শুত্রসেন চাকমা, গ্রাম- ৰেগাবেগকে, পোষ্টঃ জুরাছড়ি, জুরাছড়ি। ) মিত্রা চাকমা, পিতা/স্বামী- অমেন্টু চাকমা, গ্রাম- ধামাইপাড়া, পোষ্টঃ বনযোগীছড়া, জুরাছড়ি

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions