খাগড়াছড়ির ৪২ টি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশঃ ০৮ নভেম্বর, ২০২২ ০২:৩৩:৩৪ | আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫০:৪৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রামে আওয়ামীলীগ সরকারের আগে কেউ উন্নয়ন করেনি। উন্নয়ন বিচ্ছিন্ন পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তির পর থেকে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। সড়ক অবকাঠামো উন্নয়নে একযোগে ৪২ টি সেতু চালু হওয়ায় উন্নয়ন আরও বেগবান হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ১০ টায় ১০০ সেতুর উদ্বোধন উপলক্ষে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নের কথা মাথায় রেখে সরকার দায়িত্ব নেয়ার থেকে কাজ করে যাচ্ছে। সড়ক অবকাঠামো উন্নয়ন হওয়ায় পাহাড়ের কৃষি ও পর্যটন অর্থনীতির ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে।
 
অনুষ্ঠানে গণভবন অংশে ভার্চুয়ালি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও খাগড়াছড়ি অংশে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর, খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সংরক্ষিত আসনের সাংসদ বাসন্তী চাকমা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এর আগে, জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে উদ্বোধনস্থল খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়।

খাগড়াছড়ি সড়ক বিভাগের আওতায় ১ শ ৮৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৪২ টি সেতু নির্মাণ করা হয়েছে।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions