সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে বদলি জনিত কারণে সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন এবং সদ্য যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন'কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৫ই নভেম্বর) বিকেলে লংগদু প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় বিদায়ী ও নবাগত (ওসি)'কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় সাংবাদিকবৃন্দ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু দারদা খান আরমান এর সঞ্চালনায় এবং প্রেসক্লাব সহ সভাপতি মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত ওসি ইকবাল উদ্দিন, তদন্ত (ওসি) সানজিদ আহমেদ, লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ এখলাছ মিঞা খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন লংগদু থানায় যোগদান করার পর "পুলিশ জনতার" এ কথাটির প্রমাণ রেখেছেন। তিনি উপজেলার মাদক, ছিনতাই, বাল্য বিবাহ, নারী নির্যাতন, দুর্নীতি, সন্ত্রাস ও আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ সফলতা অর্জন করেছেন। বক্তারা আরো বলেন, তিনি দল মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে সরকারি দায়িত্ব পালন করেছেন। বিদায় বেলা উপজেলার সকল শ্রেণীর মানুষের আন্তরিকতা ও ভালোবাসাই তার প্রমাণ করে। তিনি লংগদু থানা'কে একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। সুদক্ষ, মেধাবী ও চৌকস এ পুলিশ কর্মকর্তাকে বিদায় জানাতে গিয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় বক্তারা নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিনকে বিদায়ী (ওসি)'র পথ অনুসরণ করার অনুরোধ জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে লংগদু থানার এসআই মশিউর, প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বিদায়ী ওসি'কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।