বান্দরবানের তুমব্রু সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ রোহিঙ্গা যুবক আটক

প্রকাশঃ ০৪ অক্টোবর, ২০২২ ০৯:১০:৫৫ | আপডেটঃ ০৭ মে, ২০২৪ ০৯:৩২:৪৪

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের তুমব্রু সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ২জন রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আটক দুজনকে ধরে বিজিবির কাছে হস্থান্তর করেছে জনপ্রতিনিধিরা। মঙ্গলবার ( অক্টোবরদুপুরের দিকে এই ঘটনা ঘটে

 

জনপ্রতিনিধি স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন সীমান্তে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩১ নম্বর পিলারের পাশ্ববর্তী ঢেকিবনিয়া সীমান্ত  এলাকা দিয়ে অবৈধ ভাবে ২জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে তুমব্রু বাজারে ঘুরাফেরা করার সময় স্থানীয় জনতা তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। এসময় ইউনিয়ন চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পরে জনপ্রতিনিধিরা আটকদের বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ৩৪ বিজিবি নিয়ন্ত্রিত তুমব্রু বিজিবি ক্যাম্পে  নিয়ে যায়।

 

আটক রোহিঙ্গারা হলেন, মিয়ানমারের ঢেকিবনিয়া এলাকার মধু বড়ুয়ার ছেলে স্বদেশ বড়ুয়া এবং নিরঞ্জন বড়ুয়ার ছেলে রিতু বড়ুয়া। কিন্তু এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক দুজন রোহিঙ্গাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ করছে 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions