বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে : নিখিল কুমার চাকমা

প্রকাশঃ ০১ অক্টোবর, ২০২২ ০৬:০৫:৪৯ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০২:২৪:৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, পার্বত্য শান্তি চুক্তির পর পাহাড়ে ব্যাপক উন্নয়ন কাজ করেছে আওয়ামীলীগ সরকার। প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে যেখানে যা দরকার সেখানে তাই করা হচ্ছে,, বিশেষ করে ভবন, রাস্তাঘাট, ব্রীজ কালভার্টসহ সব ধরনের উন্নয়ন কাজ হচ্ছে পাহাড়ে। অন্ধকারাছন্ন পাহাড়কে আলোকিত করতে যে সমস্ত জায়গায় বিদ্যুৎ যাওয়ার সম্ভাবণা নেই সেখানে সোলার প্যানেল দেয়া হচ্ছে।

আজ রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি চিংকিউ রোয়াজা, সাবেক সাধারন সম্পাদক হাজী কামাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য শহীদুজ্জমান মহসিন রানাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এলাকার লোকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




আজ পার্বত্য চট্টগাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে মোট ৫টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এগুলো হচ্ছে ইয়ুথ স্পোটিং ক্লাবের অসমাপ্ত কাজ সমাপ্তকরন ৪৫ লক্ষ, ডায়েবেটিক সমিতির ভবনের উর্ধ্বগতি সম্প্রসারন ৪০ লক্ষ, কেন্দ্রীয় কবরস্থান থেকে পুলিশ হাসপাতালের সংযোগ সেতু কাজের উদ্বোধন ৫ কোটি, কাঁঠালতলী জামে মসজিদের সম্প্রসারিত ভবনের কাজ ৪৫ লক্ষ এবং শহরের রিজার্ভবাজারের দুর্গা মন্দিরের নাথ মন্দির ৩০ লক্ষ টাকার নির্মাণ কাজের উদ্বোধন করেন।   

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions