রাঙামাটি জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ ০১ অক্টোবর, ২০২২ ০২:৫৭:২৪ | আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:৪২:৫৬

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে কৃষকলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের মাঠে ত্রি-বার্ষিকী সম্মেলন উদ্বোধন করেন, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র।

রাঙামাটি কৃষক লীগের সভাপতি জাহিদ আকতারের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটির সংসদ সদস্য খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম এমপি। এসময় কৃষক লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, কৃষকলীগ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। কৃষকলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আর্দশের সোনার বাংলা বিনির্মানের কাজ করে যাচ্ছে। সু-সংগঠিত কৃষকলীগ সোনার বাংলা গঠনে অগ্রণী ভুমিকা পালন করাসহ আওয়ামী লীগের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি যে কোন কর্মসূচী বাস্তবায়নে আওয়ামীলীগের পাশে থেকে কাজ করে যাবে।

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions