বিএনপি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেষ্টা চালাচ্ছে : রণ বিক্রম ত্রিপুরা

প্রকাশঃ ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০৪:৩৪:৩২ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ১২:৫৪:৩৭

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য রণ বিক্রম ত্রিপুরা বলেছেন, বিএনপি বাংলাদেশের উন্নয়নকে স্বীকার করেনা। তারা বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল সৃষ্টি করে, মিথ্যার ফায়দা লুটিয়ে দেশের জনগণের মাঝে বিভ্রান্তি তৈরির চেষ্টা করে থাকে। কিন্তু তাদের এই মিথ্যার স্বপ্ন কখনো সফল হবে না। বিএনপিরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেষ্টা চালাচ্ছে। তাদের এই উদ্দেশ্যও সফল হবেনা। আওয়ামী লীগের সরকার দেশের উন্নয়নকে বিশ্বাস করে। ডিজিটাল বাংলাদেশের রুপকার আওয়ামী লীগের সরকার

 

তিনি বুধবার সকালে খাগড়াছড়িতে আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী ৭৬-তম আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

 

এছাড়া দিবসটি উপলক্ষে "অগ্নিস্নানে শুচি হয়ে বারবার আসো,তুমি ভূমিকন্যা তোমারই হোক জয়এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোরআনখানী, দোয়া মাহফিল কেক কাটা কাটা হয়। এর আগে দলীয় কার্যালয়ের প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শাপলা চত্বর হয়ে আবার কার্যালয়ে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু প্রতিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

 

 এরপরে কেক কেটে ৭৬তম  জন্মদিন উদযাপন করা হয়। সময় জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া' সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর মোঃ নুরুল আজম' সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ক্রইসাঞো চৌধুরী, জেলা আওয়াম লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক মো: শওকতুল ইসলাম এবং জেলা কৃষক লীগের সভাপতি খোকন চাকমা প্রমুখ

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions