বান্দরবানে ৩ বছরের শিশু বলৎকার মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশঃ ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০৬:২৫:৫২ | আপডেটঃ ০৭ মে, ২০২৪ ০১:৫০:৪১

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে বছরের এক শিশুকে বলৎকারের মামলায় মো. শরিফুল ইসলাম (১৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড এবং পঞ্চাশ হাজার এক টাকা অর্থদন্ড,অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম করাদন্ডের আদেশ দিয়েছে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

 

সোমবার (২৬ সেপ্টেম্বর ) সকালে বান্দরবানের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই আদেশ প্রদান করেন। 

 

এসময় আসামীকে যাবজ্জীবন কারাদন্ড, পঞ্চাশ হাজার এক টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়

 

আদালত সুত্রে জানা যায়,২০১৯ সালের ১৮ আগস্ট  বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউপির ৬নং ওয়ার্ডের সিরাজ কারবারী পাড়ার নুরুল আলম সওদাগরের নির্মাণাধীন ঘরের একটি কক্ষের ভিতরে তিন বছরের এক শিশুকে জোরপূর্বক পায়ুপথে বলৎকার করে আসামী , পরে ঘটনাটি জানাজানি হলে ঘটনায় জড়িত থাকার অপরাধে মো. শরিফুল ইসলাম (১৮) কে আসামী করে ভিকটিমের পিতা আলীকদম থানায় নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন

 

দীর্ঘ যাচাই বাচাই আর ১১জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত আসামী মো. শরিফুল ইসলামকে  যাবজ্জীবন কারাদন্ড,পঞ্চাশ এক টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে

 

এদিকে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভিকটিমের পরিবার আইনজীবি

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions