থানচিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

প্রকাশঃ ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৩২:২১ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ১২:৪৮:১৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান থানচি উপজেলায় পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অর্থায়নের প্রায় ২কোটি টাকা ব্যয়ে বলিপাড়া ছাত্রাবাস ও সড়কে নির্মাণের ভিত্তি প্রস্তর এর শুভ উদ্বোধন হয়েছে। থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের মনাই পাড়া গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব  প্রকল্পের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।

এসময়  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে থানচি বাজারে আরসিসি সড়ক নির্মাণ, যিবোহা যিরি ছাত্রাবাসে যাওয়ার সড়ক নির্মাণ, থানচি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে আপ্রæমং পাড়া বৌদ্ধ বিহার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। পরে ৪০লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে  মনাই পাড়ায একটি বৌদ্ধ বিহারের ছাত্রাবাস নির্মাণ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর বাহাদুর উশৈসিং এমপি বক্তব্য রাখতে গিয়ে বলেন, উন্নয়নে পার্বত্যঞ্চলের চেহারা পাল্টে গেছে। শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে, শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন পার্বত্যঞ্চলের উন্নয়ন হবে, শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। মন্ত্রী এসময় আরো বলেন, থানচির মত এলাকায় স্কুল-কলেজ হয়েছে, বিদ্যুৎ এসেছে,আগামী আরো উন্নত হবে থানচি। তিন পার্বত্য জেলার  দূর্গম এলাকায় যেখানে বিদ্যুৎ নেই সেখানে সোলার বিতরণ শুরু হয়েছে , কেউ আর এখন অন্ধকারে থাকবে না।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ সচিব (সদস্য বাস্তবায়ন) মোঃ হারুন অর রশিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার মো নাজিম উদ্দিন,থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল মনসুর,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম  উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,থানচি উপজেলার চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সত্যপাঞ্জি ত্রিপুরা,ক্যাসাপ্রæ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বীর বাহাদুর ফাউন্ডেশন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ,খাতা,কলমসহ  বিভিন্ন শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions