পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আন্তঃফুটবল টুর্ণামেন্ট শুরু

প্রকাশঃ ২১ অগাস্ট, ২০২২ ০৭:২৮:৪১ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ০৮:২৩:৫৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে ১মবারের মতো "পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আন্তঃফুটবল টুর্ণামেন্ট-২০২২ শুরু হয়েছে। আজ ২১ আগস্ট, সকাল সাড়ে ৮টায় রাঙামাটিস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস্ শুকুর স্টেডিয়াম, রিজার্ভ বাজার এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান  মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য পরিকল্পনা  মোঃ জসীম উদ্দিন (উপসচিব)সহ বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ক্রীড়া সংগঠক ও প্রবীণ সাংবাদিক জনাব সুনীল কান্তি দে উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর সকাল ৮.৩০ মিনিটে রাঙামাটির টিম বনাম খাগড়াছড়ি টিম খেলা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি টিম ০-২ গোলে খাগড়াছড়ি টিমকে পরাজিত করে। বিকাল ৪টায় রাঙামাটি টিম বনাম বান্দরবান টিমের সাথে খেলা অনুষ্ঠিত হবে।

আগামীকাল ২২ আগস্ট, সোমবার সকাল ৮ টায় বান্দরবান টিম বনাম খাগড়াছড়ি টিমের সাথে খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৪ টায় ১ম সর্বোচ্চ পয়েন্টধারী বনাম ২য় সর্বোচ্চ পয়েন্টধারী সাথে খেলা অনুষ্ঠিত হবে।

বিকাল ৫.২০ টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত টুর্ণামেন্টে (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ৩টি টিম অংশগ্রহণ করেছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions