বঙ্গমাতার জন্মবার্ষিকীতে এতিমদের মাঝে জেলা প্রশাসনের খাবার বিতরণ

প্রকাশঃ ০৮ অগাস্ট, ২০২২ ১০:৩৯:২০ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৭:৪৭:২০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে কাঁঠাতলী দারুস সালাম ইসলামি একাডেমি হেফজখানা ও এতিমখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে- অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি মাসুমা বেগম, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক নুরুল আবসার, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মো. কামাল উদ্দীন, জেলা প্রশাসকের গোপনীয় সহকারি আবু বক্কর সিদ্দিকী, সাংবাদিক জিয়াউর রহমান জুয়েল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠান সুপার মাওলানা সামসুল আলম।

খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের পর এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।  


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions