প্রকাশঃ ১৮ জুলাই, ২০২২ ০৮:৪২:১৮
| আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০২:৫৮:৫৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য শান্তি চুক্তির ফলশ্রুতিতে সৃষ্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২৪ বছর তথা ২ যুগ পুর্তি পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে আজ সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও "সমৃদ্ধির সোপানে বাংলাদেশ এবং পার্বত্য এলাকার আর্থসামাজিক উন্নয়ন" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং,এম.পি। উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিজ বাসন্তী চাকমা,এম.পি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পাচবিম এর সচিব মোসাম্মৎ হামিদা বেগম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং,এম.পি বলেন, পার্বত্য শান্তি চুক্তির ফলে পাহাড়ে উন্নয়নের দ্বার উন্মুক্ত হয়েছে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পাহাড়ের উন্নয়নে আন্তরিক, যখন যা দরকার তখন তাই দিচ্ছেন। প্রকল্প বাস্তবায়নে আমাদের সকলকে আন্তরিক হতে হবে।
আলোচনা সভা শেষে কেক কেটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।