পদ্মা সেতুর উদ্বোধন উপভোগ করলো বিলাইছড়িবাসী

প্রকাশঃ ২৫ জুন, ২০২২ ০৯:১৯:৩৩ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০৯:৫২:৩৪

সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি)।স্বর্নিভর প্রতীক স্বাধীনতা ৫০ বছরের সর্বোচ্চ অর্জন জননেত্রী শেখ হাসিনার পদ্মা সেতু সারা দেশের মত আড়ম্বরপূর্ণ পরিবেশে ভার্চুয়ালী অনলাইন  মাল্টিমিডিয়ার মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপভোগ করলো বিলাইছড়ি উপজেলাবাসী। ইতিহাস গড়লো বাংলাদেশ    তাই  উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। 

 

 

শনিবার(২৫ জুন) সকাল  ১০ টায় মুন্সীগঞ্জে মাওয়া প্রান্ত  থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন।  এতে উদ্বোধনী দিনে উদ্বোধন  অনুষ্ঠান দেখার জন্য বিলাইছড়ি উপজেলার আওয়ামী লীগসহ  সর্বস্তরের জনগণ ভির জমায় উপজেলা মিলনায়তনে। 

 

বাংলাদেশ আওয়ামী লীগ, বিলাইছড়ি উপজেলা - এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালী দেখার সকলের সুযোগ তৈরি হয়। এই উদ্বোধনী অনুষ্ঠান  ভার্চুয়ালি অনলাইন - উদ্বোধনী অনুষ্ঠান শেষে বক্তব্য রাখেন বিলাইছড়ি  থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীরউপজেলা   আওয়ীলীগের সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী সাধারণ সম্পাদক  এসএম শাহীদুল ইসলাম।  

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শান্তি ময় দেওয়ান,যুগ্ন সম্পাদক প্রহর কান্তি চাকমা, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ময়না চাকমা, সাংগঠনিক সম্পাদক অংশেপ্রু মার্মা (বেলাল) ভদ্রসেন চাকমা, মোঃ ফিরোজুর রহমান( বাবলু রানা) এবং  উপজেলা আওয়ামী  যুবলীগের সাংগঠনিক সম্পাদক   থুইপ্রু মার্মা (আকাশ) উপজেলা ছাত্র লীগের সভাপতি উষামং মার্মা সহ প্রায় সকল নেতা কর্মী  উপস্থিত ছিলেন। 

 

 

সকালে উদ্বোধনের আগে উপজেলা আওয়ামীলীগের অফিস হতে দলের  নেতা - কর্মীদের নিয়ে   একটি আনন্দ র‌্যালি  বের করে, র‌্যালিটি উপজেলা মিলনায়তনে সামনে  এসে শেষ করে।  

 

 

 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions