প্রকাশঃ ২৫ জুন, ২০২২ ০৮:৩০:২১
| আপডেটঃ ০৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:১৭:১২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শতাধিক ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির ছাত্র জেলা ছাত্রদলে যোগদান করেছে। শুক্রবার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে তারা ছাত্রদলে যোগদান করে।
যোগদান ঘিরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, জেলার সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দীন, সহ-সভাপতি খোরশেদ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশর, সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন জনি, জেলার আপ্যায়ন বিষয়ক সম্পাদক সানি আহমেদ। আলোচনা সভা সঞ্চালনা করেন- কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গালিব হাসান, ছাত্রনেতা ওমর মোর্শেদ। যোগদানকারীদের পক্ষে বক্তব্য রাখেন- অনুপ চাকমা ও দীলিপ চাকমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে, সিলেটসহ দেশের মানুষ বন্যার কারনে যেখানে দুর্বিসহ জীবন পার করছে, সেখানে সরকার কোটি কোটি টাকা ব্যয় করে আনন্দ উৎসবে ব্যস্ত। অথচ বন্যার্তরা ঠিকমত ত্রাণ পাচ্ছে না।
বক্তারা আরো বলেন, সামনের দিনগুলো জাতীয়তাবাদীর শক্তির জন্য আরো কঠিন হবে, আগামী নির্বাচন হবে তত্বাবধায়ক সরকারের অধীন, বর্তমান সরকারের অধীন কোন নির্বাচনে বিএনপি যাবে না, তাই আগামীদিনগুলোতে আন্দোলন সংগ্রামে ছাত্রদলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
বক্তারা দু;সময়ে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির ছাত্রদের ছাত্রদলের যোগ দেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।