পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাঙামাটিতে জেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৩ জুন, ২০২২ ১১:৪৩:৫৮ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৪:০৮:০৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে  জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি মুলক সভায় রাঙামাটি পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছের হোসেন,  অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

এসময় বক্তারা বলেন, পদ্মা সেতু বাংলাদেশের মানুষের স্বপ্নের সেতু, এই সেতু নিয়ে দেশীয় ও আর্ন্তজাতিক নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সরকার প্রধান শেখ হাসিনার আন্তরিকতা ও সাহসী পদক্ষেপের কারনে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। এই সেতু দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে।

সভায় রাঙামাটি জেলায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আগামী ২৫ জুন র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions