বিদ্যুৎ বিভাগের তত্ত্বাধায়ক প্রকৌশলী দুর্ঘটনায় আহত, গাড়ী দুমড়ে মুচড়ে গেছে

প্রকাশঃ ২৩ জুন, ২০২২ ১১:৪০:০৪ | আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ ১২:৪১:২৯

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  ব্যক্তিগত কাজে গিয়ে রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের তত্ত্বাধায়ক প্রকৌশলী কামাল উদ্দিন আহাম্মদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের সরকারী গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে রাঙামাটি থেকে ঢাকায় যাওয়ার পথে গত ১৭ জুন কুমিল্লায় কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে গাড়ীটি (ঢাকা মেট্টো--১৮-৯৫৯৩) দুমড়ে মুচড়ে যায় এই দুর্ঘটনায় রাঙমাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের তত্ত্বাধায়ক প্রকৌশলী কামাল উদ্দিন আহাম্মদ গুরুতর আহত হয় বর্তমানে তিনি চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন


কুমিল্লায় দুর্ঘটনা এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানায় যে দুর্ঘটনা হয়েছে তাতে অনেক বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারতো ভাগ্যক্রমে গাড়ীতে থাকারা গুরুতর আহত হলেও গাড়ীটি সামনের অংশে দুমড়ে মুচড়ে যায় যে দুর্ঘটনা হয়েছে এতে বাচার কোন উপায় ছিলো না পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে


নাম প্রকাশে অনিচ্ছুক রাঙামাটি বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল একটি সুত্র জানায়, স্যার কোন ধরনের অফিসিয়াল কাজে যায়নি শুক্রবার তিনি ব্যক্তিগত কাজে অফিসের গাড়ী নিয়ে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লায় গুরুতর আহত হয় পরে তাদেরকে উদ্ধার করা হয়েছে সুত্র আরো জানায়, স্যার আহত অবস্থায় এখন চট্টগ্রামে রয়েছে গাড়ীটি গ্যারেজে ঠিক করা হচ্ছে বলে তারা জানান


 তিনি আরো বলেন, সরকারী কাজে যেতে পারে কিন্ত ব্যক্তিগত কোন কাজে সরকারী গাড়ী ব্যবহার করা যায় না যেখানে অফিস সেই শহরেরই মধ্যে হলেও তাও ব্যবহার করা যায় কিন্তু ব্যক্তিগত কাজে ঢাকায় গাড়ী নেয়া কোন আইনে নেই এখন উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাববে


বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী ঘটনার সত্যতা স্বীকার বলেন, রাঙ্গামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের তত্ত্বাধায়ক প্রকৌশলী কামাল উদ্দিন আহাম্মদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে কিন্তু তেমন বেশী কিছু হয়নি তিনি সামন্য হাতে ব্যাথা পেয়েছে

আর গাড়িটি সামন্য ড্যান্ডিং এর ক্ষতি হয়েছে তিনি নিজ খরচে গাড়ীটি ড্যান্ডিং করে ঠিক করে দিবেন বলে তিনি জানান এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগত কাজে গাড়ী ব্যবহার করতে পারে তবে ব্যক্তিগত জ্বালানী খরচে ব্যবহার করতে পারবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions