রাঙামাটি - ঢাকা গ্রীণ লাইন পরিবহনের উদ্বোধন

প্রকাশঃ ২১ জুন, ২০২২ ০২:৩৭:৪৭ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৫:১৯:১২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি  থেকে ঢাকা গ্রীণ লাইন পরিবহনের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের তবলছড়ির হোটেল হিল পার্কে কাউন্টারের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসাবে রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান উপস্থিত ছিলেন।

এসময় রাঙামাটি জেলা তাঁতীলীগের আহবায়ক মংউচিং মারমা ময়না, জেলা স্বেচ্ছাসেবলীগের সাধারন সম্পাদক মো: শাহজাহান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মংসাইংউ মারমা অর্জুন ও বিশিষ্ট ব্যবসায়ী ইমতিয়াজ সিদ্দিক আসাদ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, রাঙামাটি থেকে প্রতিদিন রাত ৯ টা এবং ঢাকা থেকে প্রতিদিন রাত ১০টায় রাঙামাটির উদ্দ্যেশে গাড়ী ছাড়বে। গাড়ীটি সম্পুর্ণ এসি , এর ভাড়া পড়বে ১৬০০ টাকা। রাঙামাটিতে মুল টিকেট কাউন্টার তবলছড়ির হোটেল হিল পার্ক ও সাব কাউন্টার হোটেল গ্রীন ক্যাসেল। ঢাকায় রাজারবাগ ও আরামবাগ কাউন্টার থেকে রাঙামাটির উদ্দেশ্যে গাড়ী ছাড়বে।    

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions