বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে সরঞ্জাম

প্রকাশঃ ১৪ জুন, ২০২২ ১০:০৭:৩২ | আপডেটঃ ০৫ মে, ২০২৪ ০৬:৫৩:০০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কাল বুধবার অনুষ্ঠিতব্য রাঙামাটির বাঘাইছড়ি  নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস। বিকালে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী যাবতীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। প্রথমবারের মতো  ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বাঘাইছড়ি পৌর সভা নির্বাচনে মেয়র পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন   আওয়ামী লীগের  মনোনীত প্রার্থী মোঃ জমির হোসেন এবং  স্বতন্দ্র প্রার্থী  মোঃ রহমত উল্লাহ খাজা। আর সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ২৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৮ জনসহ মোট ৩১ জন প্রার্থী জন প্রতিদ্বন্ধি¦তা করছেন। তবে এর মধ্যে ৮ নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধি কোন প্রার্থী না থাকায় পার্বত্য চট্টগ্রাম  জনসংহতি সমিতির এমএমন লারমা দলের সমর্থিত প্রার্থী রুবেল চাকমা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ১১ হাজার ১৭১ জন(পুরুষ ৫৮২০, মহিলা ৫৩৫১ জন)। মোট ভোট কেন্দ্র  রয়েছে ৯ টি, মোট ভোট কক্ষ হচ্ছে ৩৮ টি।

রিটানিং অফিসার জানিয়েছেন, নির্বাচন শান্তি ও অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions