বর্তমান সরকার পাহাড় ও সমতলে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে : পার্বত্যমন্ত্রী

প্রকাশঃ ২৮ মে, ২০২২ ০১:১৮:৫৬ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ১২:০৬:১৫

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।  বর্তমান আওয়ামীলীগ সরকার পাহাড় সমতলে নিরলসভাবে উন্নয়ন কাজ করে  যাচ্ছে বলে দীর্ঘ বছর পরে হলেও বান্দরবানের দুর্গম থানচি উপজেলা একটি মডেল উপজেলায় পরিনত হয়েছে। পর্যটনের বিকাশ, পাহাড়ে যোগাযোগের জন্য অভ্যন্তরীন সড়ক নির্মাণ , শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানান উন্নয়ন কর্মকান্ড  বাস্তবায়ন করে যাওয়ায় অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন হচ্ছে

 

২৭ মে শুক্রবার বান্দরবানে থানচি উপজেলা সদরে সনাতন ধর্মালম্বীদের সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের নব নির্মিত ভবন শুভ উদ্ভোধন কালে একথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

 

ছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড  এর অর্থায়নের কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে বলিপাড়া ইউনিয়নের থানচি সড়ক হতে নাইন্দারী পাড়া পর্যন্ত সড়ক নির্মান, বাস ষ্টেশন নির্মানসহ মোট তিনটি মেগা প্রকল্প এর  ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করেন মন্ত্রী। 

 

মন্ত্রী এসময়  আরও বলেন, পাহাড়ের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগাধ ভালবাসা রয়েছে বলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর  প্রকল্প পরিচালক মো: হারুন অর রশিদ, বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ- উল- আলম পিএসসি, বান্দরবান   জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল  , জেলা পরিষদের সদস্য বাশৈচিং , ক্যসাপ্রু মারমা, তিংতিংম্যা মারমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহুল চন্দ, ওসি সূদ্বীপ রায়সহ উপজেলা  আওয়ামী লীগ    সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন

 

একই দিনে দুপুরে উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের তিন্দু বাজার প্রাঙ্গনে বিনামূল্যে সোলার হোম সিষ্টেম, ভিজিডি, ক্রীড়া সামগ্রী, ডেকোরেটর সামগ্রী, জেনারটর বিতরন  এবং তিন্দু ইউনিয়নের জনগনের সাথে মতবিনিময় করেন মন্ত্রী  

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions