কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত ও জেলেদের মধ্যে চাল বিতরণ

প্রকাশঃ ২০ মে, ২০২২ ০৮:৫৭:৩৪ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০২:০৪:২৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের উৎপাদন বাড়াতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি শহরের ফিশারি অবতরণ কেন্দ্রের অভয়াশ্রমে হ্রদে আনষ্ঠানিকভাবে মাছের পোনা ছেড়ে কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

এর আগে জেলেদের মধ্যে ভিজিএফ কার্ডের বিপরীতে চাল বিতরণ করেন তিনি। চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ থাকায় জেলেদের মধ্যে এসব চাল বিতরণ করা হয়। এ মৌসুমে নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত ৪৫ টন মাছের পোনা কাপ্তাই হ্রদে ছাড়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন বাড়ানোর জন্য মাছের অভয়াশ্রম গড়ে তুলতে রাঙামাটির চারটি চ্যানেল ক্যাপিটাল ড্রেজিং করে হ্রদের নাব্যতা পুনরুদ্ধার করা হবে।
 
রাঙামাটি জেরা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) এসএম ফেরদৌস ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. হেমায়াৎ হুসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউট মংমনসিংহের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচারক খঃ শাহবুবুল হক, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম মৎস্য উন্নয়ন করপোরেশনের মহাব্যবস্থাপক এমআরকে জাকারিয়াসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়। পরে কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে বিএফডিসির নিজস্ব হ্যাচারীতে উৎপাদিত মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হয়। এবছর বিএফডিসি রাঙামাটি ৪৫ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা হ্রদ অবমুক্ত করবে।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions