বান্দরবান ট্রাক খাদে পড়ে চালক নিহত

প্রকাশঃ ২০ মে, ২০২২ ০৮:৫৬:৩৩ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৯:৪৩:২৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের থানচি উপজেলার জীবননগর এলাকায় একটি ট্রাক উল্টে গিয়ে চালক মারা গেছে। বৃহস্পতিবার (১৯ মে) রাত ১০টার দিকে বান্দরবান-থানচি সড়কের জীবননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওঁচিয়া ৭নম্বর ওয়ার্ডের সামিয়ার পাড়ার বাসিন্দা  সালেহ আহম্মদ এর পুত্র মো. মুসা (৫৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান সদর থেকে নির্মাণকাজে ব্যবহারের জন্য এক ট্রাক বালু থানচি নেওয়ার পথে জীবননগর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এসময় ট্রাক চালক মো. মুসা ঘটনাস্থলে নিহত হয়।  পরে রাতে খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকে থাকা যাত্রী ট্রাকের মালিক মো.সেলিম ও গুরুত্বর আহত হয়,তাকে আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, বালু বোঝাই একটি ট্রাক থানচি আসার পথে জীবননগরে গভীর খাদে উল্টে যায়, এ দুর্ঘটনায় চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত পক্রিয়া চলমান রয়েছে।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions