পাহাড়ের উন্নয়নে শেখ হাসিনার সরকার সবচেয়ে বেশী আন্তরিক : নিখিল কুমার চাকমা

প্রকাশঃ ১৬ মে, ২০২২ ০২:১২:০৩ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৮:৫৫:২৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, অন্য যে কোন সরকারের তুলনায় পার্বত্য এলাকার উন্নয়নে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার আন্তরিক। তিনি পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

আজ রোববার দুপুরে রাঙামাটি নানিয়ারচর উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫ কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপনের কাজ উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে উন্নয়নের ভূমিকা রেখে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। সরকার এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে সহায়ক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। সরকারের গৃহীত এইসব উন্নয়ন প্রকল্পগুলো সঠিক ভাবে বাস্তবায়িত হলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, উপ-সহকারী প্রকৌশলী হাসান মোঃ নোমান, নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পী চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions