প্রকাশঃ ১১ মে, ২০২২ ১২:৩১:০৮
| আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ ০৬:২৭:৪২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ এর ১২-১৪ মে পর্যন্ত রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন সফর করার কথা ছিলো, এই লক্ষ্যে প্রশাসন সব ধরনের প্রস্তুতিও গ্রহণ করেছে। কিন্তু দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আজ সন্ধ্যায় প্রেরিত এক চিঠিতে সফর স্থগিত করার বিষয়ে জানানো হয়।
মহামান্য রাষ্ট্রপতির আপন বিভাগের প্রটোকল অফিসার নবীরুল ইসলাম প্রেরিত চিঠিতে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতির আগামী ১২-১৪ মে রাঙামাটি জেলার সফরসুচিটী ঘুর্ণিঝড় ‘অশনি’ এর প্রভাবে চলমান দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হলো। এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তিতে জানিয়ে দেয়া হবে।