মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

রাঙামাটিতে লকডাউন কার্যকরে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশঃ ২৩ জুলাই, ২০২১ ০১:০৭:২৫ | আপডেটঃ ১৩ মার্চ, ২০২৪ ১২:৩২:৩৯  |  ৭৫০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সরকার ঘোষিত ১৪দিনব্যাপী লকডাউনের আজ প্রথম দিন, সারাদেশের ন্যায় আজ প্রথম দিন লকডাউন কার্যকর করতে রাঙামাটির জেলা, উপজেলা  স্থানীয় প্রশাসন ব্যাপক তৎপরতা চালিয়েছে। কঠোর বিধিনিষেধ আরোপ করে লকডাউন কার্যকরে মাঠে সার্বক্ষণিক নজরদারি  করছে  বিজিবি, পুলিশ,  জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকারী টিম। মাস্ক না পড়ায় কয়েকজনকে জরিমানা ও সর্তক করা হয়।

বিভিন্ন চেক পোষ্টে পুলিশ অবস্থান নিয়ে অপ্রয়োজনে বের হওয়ার লোকদের বাসায় পাঠিয়ে দেয়।  লকডাউনের কারণে রাঙামাটিতে পণ্যবাহি গাড়ী সব ধরণের যানবাহন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শপিংমল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। খোলা রয়েছে ওষুধের দোকান ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions