শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

রাঙামাটি পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন ও আসবাবপত্র বিতরণ

প্রকাশঃ ১৯ জুন, ২০২১ ০১:০৯:২৬ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৬:২০:৫৩  |  ১৪৬৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি ।  রাঙামাটিতে প্রশিক্ষণপ্রাপ্ত ১০০জন কর্মহীন নারীদের আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন ও স্থানীয় ১৩টি  সামাজিক সংগঠনের মাঝে আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র বিতরণ করেছে রাঙামাটি পৌরসভা।

শনিবার বিকাল সাড়ে ৫টায় শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এসব সেলাই মেশিন ও আসবাবপত্র বিতরণ করা হয়।

রাঙামাটি পৌরসভা কাউন্সিলর ও প্যানেল মেয়র কালায়ন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সেলাই মেশিন ও আসবাবপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জোবাইতুন্নাহার, ৭নং ওয়ার্ডের কাউন্সিলার জামালউদ্দিন, জেলা যুবলীগ সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজলসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে  ১০০ জন বেকার প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন এবং ১৩ টি সামাজিক সংগঠনকে আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র বিতরণ করা হয়।

এসময় মেয়র বলেন,  সেলাই মেশিন যারা পেয়েছেন তারা যদি এর যথাযথ ব্যবহার করেন তাহলে বেকারত্ব থাকবে না, সংসারে আয়ের পথ সুগম হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার, তাই তাদের পাশে সরকার সব সময় থাকে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions