শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

হঠাৎ ঝুকিপুর্ণ গাছ উপড়ে পড়ে ৩ দোকান ক্ষতিগ্রস্ত

প্রকাশঃ ০৮ জুন, ২০২১ ০৬:৫৯:১০ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৫:২৪:৪৬  |  ৮৪৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের পেছনে  এবং বনবিভাগের গেটের সামনে একটি ঝুকিপুর্ণ গাছ উল্টে পড়ে ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, কোন বাতাস বা বৃষ্টি না থাকলেও সকাল ৭টার দিকে হঠাৎ একটি গাছ মাটি উপরে সামনে থাকা দোকানের উপর পড়ে, তখন দোকানে বা আশ পাশে কেউ না থাকায় কোন ধরণের দুর্ঘটনা ঘটেনি। তবে ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙ্গে গেছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা প্রশাসনের এনডিসি বোরহান উদ্দিন মিঠুসহ বনবিভাগের কর্মকর্তারা।

এসময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কর্মকর্তা রফিকুজ্জামান শাহ জানান, শহরের বিভিন্ন স্থানে থাকা ঝুকিপুর্ণ গাছের তালিকা করা হচ্ছে, পর্যায়ক্রমে ঝুকিপুর্ণ গাছগুলো কেটে ফেলা হবে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions