বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪
রাঙামাটির কাঁঠালতলীতে

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছে আসবাবপত্র ব্যবসায়ী সমিতি

প্রকাশঃ ০৭ মার্চ, ২০২১ ০৮:০১:৫০ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৩:০২:৩৭  |  ৮০৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি পৌর এলাকার কাঁঠালতলীর মসজিদ কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে সহযোগিতার হাত বাঁড়িয়েছে রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেড।

আজ (রোববার ৭মার্চ) দুপুর ১২টায় রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেড এর উদ্যোগে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ ১৬টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও পারিবারিক ব্যবহার্য উপকরণ সামগ্রী প্রদান করা হয়।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও পারিবারিক ব্যবহার্য উপকরণ সামগ্রী মধ্যে ছিলো- চাল, আলু, পেয়াজ, সাবান, তেল, মগ, বালতি, চামুস, ডেকসিসহ বিভিন্ন উপকরণ সামগ্রী।

এসময় রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেড এর সভাপতি মো: মিজান, সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন পেয়ারু, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল ওয়াদুদসহ অত্র সমিতি কার্যকরি পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুর ১.৪০মিনিটে শহরের কাঠালতলী এলাকায় অগ্নিকা-ের ঘটনায় ঘটে। সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের দীর্ঘ ১ ঘন্টার চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আসে। এসময় ১৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions