খাগড়াছড়িতে চবি শিক্ষার্থীদের বাস উল্টে নিহত ১, আহত ২২

প্রকাশঃ ১০ অগাস্ট, ২০১৮ ০৬:১৭:৪৮ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৫:৩৮:৪২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বাস উল্টে ১ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বড়ব্রীজ আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ খোকন(৫১) কুমিল্লার নাঙ্গলকোটের গোত্রশালের মৃত আকবর আলীর ছেলে। মাছের পোনা বিক্রী করতে সে খাগড়াছড়ি এসেছিল। বাসটি উল্টে গিয়ে হাফিজ উল্লাহ গায়ের উপর পড়ে। আহতরা সবাই চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ জানায়, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় অ্যাডভেঞ্চার ক্লাবের ৪৫ সদস্য সাজেক ভ্রমণের জন্য খাগড়াছড়ি আসতেছিল। আলুটিলা পাহাড় নামার সময় বড়ব্রীজ আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয় এবং রাস্তার পাশের পাথরের সাথে লেগে উল্টে যায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা বলেন, সড়ক দূর্ঘটনায় আহত ২২ জন চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ৩ জন হাসপাতালে ভর্তি তবে শঙ্কামুক্ত।  

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, অতিরিক্ত যাত্রী বহনের কারণে পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। নিহতের পরিবারকে খবর পাঠানো হয়েছে। পলাতক বাস চালককে আটকের চেষ্টা চলছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions