কাপ্তাইয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশঃ ১০ অগাস্ট, ২০১৮ ০১:৫৫:৫৬ | আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৪ ১০:০৭:১৬
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেনকাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।

তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় মহিলা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নিতিশ চাকমা এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর। সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য কর্মকর্তা মো: হারুন।

সমাবেশে বক্তাগণ বলেন, বর্তমান সরকার সবদিকে মহিলাদের অগ্রাধিকার দিয়ে আসছে। গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহন প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে এখন জনগন এর সুফল ভোগ করে আসছে। সমাবেশে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ৪০জন মহিলা অংশ নেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions