বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

প্রকাশঃ ০৯ অগাস্ট, ২০১৮ ০৫:৪৫:৩৬ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০২:৩৯:১১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।  “ আদিবাসী জাতিসমুহের দেশান্তর :প্রতিরোধের সংগ্রাম ” এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে বান্দরবানে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস ।

সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি স্থানীয়  রাজবাড়ীর মাঠ থেকে শুরু হয়ে বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অরুণ সারকি টাউন হলে এসে জমায়েত হয়। র‌্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে দিবসটি উপলক্ষ্যে অরুণ সারকি টাউন হলের মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত  হয়।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আহবায়ক জলিমং মারমার সভাপতিত্বে এ সময়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই চ প্রু মাষ্টার, পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য নুশৈপ্রু, পার্বত্য চট্টগ্রাম বন ও ভুমি অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি জুয়াম লিয়ান আমলাই,রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথোয়াইচিং মার্মা,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াইচিং প্রু মার্মা,বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি অং চ মং মার্মা,মানবাধিকার কর্মী ডনাই প্রু নেলী, নারী নেত্রী শাহানা বেগমসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ ।
 
আলোচনা সভায় বক্তারা সরকারকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ধারাসমুহ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি  আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের জন্য আহ্বান জানান। এসময় বক্তারা শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়ন, পার্বত্য জেলায় অবৈধ বসবাসকারীদের উচ্ছেদসহ আদিবাসীদের শিক্ষা,ভুমি ও জীবনের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তারা এসময় দ্রুত আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষনার বাস্তবায়নের দাবি ও জানান।

 
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions