বৃহত্তর পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের মানববন্ধন

প্রকাশঃ ০৮ অগাস্ট, ২০১৮ ০৭:৫৬:০৪ | আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৪ ০২:৩৩:৩৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। “আদিবাসী” দাবি সাংবিধানিক ও রাষ্ট্র বিরোধী আখ্যা দিয়ে  আদিবাসী স্বীকৃতি দাবী  সংক্রান্ত অপপ্রচার বন্ধের দাবীতে আজ সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  করেছে বৃহত্তর বাঙালী ছাত্র পরিষদসহ কয়েকটি বাঙালী সংগঠন।  

পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব এনায়েত উল্লাহর সভাপতিত্বে এ সময় খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার বাঙালী ছাত্র পরিষদের সাবেক সভাপতি মোঃ ইব্রাহীম,বর্তমান সভাপতি মোঃ মাঈনুদ্দিন, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারন সম্পাদক  মোঃ হাবিবুর রহমান, পার্বত্য বাংগালী শ্রমিক পরিষদের সভাপতি মোঃ রাসেল ইসলাম সাগর, রাবিপ্রবি ও রামেক বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক জনাব কাজী জালোয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সংবিধান বিরোধী আদিবাসি কর্মসূচী প্রতিরোধ, পার্বত্য অঞ্চলকে সন্ত্রাস ও চাঁদাবাজী মুক্ত করা এবং আদিবাসী দাবী কারীদের আইনের আওতায় আনার দাবী জানান। সভা শেষে লিফলেট বিতরন করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions