কাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাওয়ার গ্রীড সাব স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশঃ ০৪ অগাস্ট, ২০১৮ ০৭:১৫:২২ | আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৪ ০৮:০৬:৫৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি ১৩২/৩৩ কেভি গ্রীড সাব স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে কাল। রোববার সকাল ১১টায় ভিডিও কনফেরান্সের মাধ্যমে ৫৪ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গ্রীড সাব স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফেরান্সের মাধ্যমে সাব স্টেশন উদ্বোধন ও জেলাবাসীর সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া এলাকার ৬.১০ একর ভূমির উপর সাব স্টেশনটি নির্মাণ করে। চট্টগ্রামের চন্দ্রঘোনা থেকে রাঙামাটির মানিকছড়ির সঞ্চালন লাইনের মাধ্যমে খাগড়াছড়ি সাব স্টেশন সংযুক্ত হয়েছে জাতীয় গ্রীডে।
জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম বলেন, খাগড়াছড়িবাসী দীর্ঘদিনের প্রত্যাশিত বিদ্যুৎ সেবা পাচ্ছেন। গত এপ্রিল থেকে সাব স্টেশনটি পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন।
চলতি বছরের ১৩ এপ্রিল অনানুষ্ঠানিক ভাবে চালুর পর খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন উপজেলায় লো ভোল্টেজ সমস্যা দূর হয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions