রাঙামাটিতে লকডাউনে ঢিলেঢালা

প্রকাশঃ ০৭ এপ্রিল, ২০২১ ০৮:৪৪:২০ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০১:১২:৩১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কোভিড-১৯ এর সংক্রমণ বাড়ায় দ্বিতীয় দফায় সারাদেশের ন্যায় রাঙামাটিতেও তৃতীয়দিনের মত লকডাউন চলছে।  লকডাউন এর কারণে সকাল থেকে ওষুধের দোকান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য সকল মার্কেট, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। লকডাউনের জন্য সকল দুরপাল্লার যাত্রীবাহি বাস চলাচল বন্ধ থাকলেও  কাচামালের পণ্যর গাড়ী ব্যাক্তিগত গাড়ী,  মোটর সাইকেল ও সিএনজি চলাচল করতে দেখা গেছে। এছাড়া জনসমাগম ছিলো আগের মত, অনেকের মুখে মাস্কও ছিলো না।

এদিকে লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। প্রয়োজন ছাড়া যারা বাসা থেকে বের হয়েছে, তাদের বাসায় ফেরত যেতে উধবুর্ধ করা হচ্ছে। লকডাউনের তৃতীয়দিনে গণপরিবহণ বের করায় কয়েকজন সিএনজি চালককে জরিমানা করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions