দীঘিনালায় শতাধিক পরিবারকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ২৫ জানুয়ারী, ২০২১ ১২:৪৪:৩৮ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৭:২০:২০
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির দীঘিনালায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।
আজ রোববার দীঘিনালার মেরুং ইউনিয়ন পরিষদের আওতাধীন দুর্গম রথী চন্দ্র কার্বারী পাড়ায় বসবাসরত অসহায় ও হতদরিদ্র পাহাড়ী বাসিন্দাদের মাঝে দীঘিনালা সেনা জোনের ব্যবস্থাপনায় ১'শ পরিবারকে কম্বল ও ২'শ জনকে শীত নিবারনের জন্য সুয়েটার বিতরণ করা হয়।

দীঘিনালা জোনের জোন অধিনায়কের পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর গাজী মোস্তফা ফুয়াদ। এসময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট শাফকাত আরিফিন খান ও লেফটেন্যান্ট মোঃ হাসিন আনজুম।
 
দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক বলেন, দীঘিনালার জোন পূর্বেও অসহায় এবং হতদরিদ্র পরিবারকে নানাভাবে সহযোগিতা করেছে। বর্তমানেও সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে,  এধরনের সহযোগিতা আগামীতেও চলমান থাকবে বলে জানান তিনি।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions